'জুতো মারতেই এসেছি', জোকা ESI-এ পার্থর দিকে জুতো ছুড়ে ক্ষোভ প্রকাশ করলেন মহিলা। তিনি বলেন, জুতোটা যদি ওনার টাকে লাগত আরও খুশি হতাম। 'ওনাকে এসি গাড়ি চড়িয়ে না, গলায় দড়ি পড়িয়ে টানতে টানতে নিয়ে আসবেন'। 'জুতো মেরে খালি পায়ে যাচ্ছি'। এরপর পার্থ চট্টোপাধ্যায়কেও তড়িঘড়ি ওই জায়গা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
'জুতো মারতেই এসেছি', জোকা ESI-এ পার্থর দিকে জুতো ছুড়ে ক্ষোভ প্রকাশ করলেন মহিলা। তিনি বলেন, জুতোটা যদি ওনার টাকে লাগত আরও খুশি হতাম। 'ওনাকে এসি গাড়ি চড়িয়ে না, গলায় দড়ি পড়িয়ে টানতে টানতে নিয়ে আসবেন'। 'জুতো মেরে খালি পায়ে যাচ্ছি'। এরপর পার্থ চট্টোপাধ্যায়কেও তড়িঘড়ি ওই জায়গা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।