বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল বাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত রসলপুর গ্রামে। গ্রামের বাসিন্দারা হঠাৎ বিকট আওয়াজে শুনতে পায়, সবাই দৌড়ে এসে দেখেন গ্রামের প্রান্তে থাকা ছিটে বেড়ার মাটির বাড়িটির অ্যাসবেস্টস ছাদ চূর্ণ-বিচূর্ণ হয়ে উঠে পড়েছে দূরে। বাড়ির ভেতরটাও লন্ডভন্ড হয়ে গিয়েছে বিস্ফোরণে। রক্তাক্ত অবস্থায় তিন যুবক কাতরাচ্ছে সেখানে। তাদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বিজেপি ও অন্যান্যদের দাবি-আহত যুবকরা সকলেই তৃণমূলের কর্মী সমর্থক। বোমা বানানোর কাজ চলছিল সেখানে। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।