রং খেলাকে কেন্দ্র করে কেন্দ্র করে ধুন্ধুমার। টিটাগড়ে (Titagarh) দুই পক্ষর মধ্যে গণ্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলকায়। টিটাগরের পিকে বিশ্বাস রোডের ঘটে এই ঘটনা। দু'পক্ষের মোট ৫ জন সেখানে আহত হয়।
রং খেলাকে কেন্দ্র করে কেন্দ্র করে ধুন্ধুমার। টিটাগড়ে (Titagarh) দুই পক্ষর মধ্যে গণ্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলকায়। টিটাগরের পিকে বিশ্বাস রোডের ঘটে এই ঘটনা। দু'পক্ষের মোট ৫ জন সেখানে আহত হয়। খবর পেয়ে ঘচনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, শনিবার সকাল থেকে দোলের জন্য রঙ খেলা হচ্ছিল টিটাগড়ে। সেখানে হঠাৎই দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। রংখেলাকে কেন্দ্র করেই ঝামেলা শুরু হয় বলে জানা গিয়েছে। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সেই সঙ্গেই হয় বোমাবাজিও। দুই পক্ষর মধ্যে তুমুল ঝামেলা হয়। দুই পক্ষর মধ্যে অশান্তির জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ (police) বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কেন সেখানে এই অশান্তি হয় তা অবশ্য জানা যায়নি।