শনিবার কাঁথিতে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানকার মঞ্চে দাঁড়িয়েই বিজেপিকে কটাক্ষ। বাদ গেলন না শুভেন্দু অধিকারীও। নাম না করেই শুভেন্দু -কে বিঁধলেন অভিষেক। ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাঁকে। তাঁর নিশানায় বাদ গেল না শান্তিকুঞ্জও। জনতার উদ্দেশে জোর আওয়াজ তোলার নির্দেশ। বললেন, যাতে কেঁপে ওঠে শান্তিকুঞ্জ। সব মিলিয়ে ভোটের আগে রাজনৈতিক তর্জা তুঙ্গে।