ইউনেস্ককে ধন্যবাদ জানাতে ১ লা সেপ্টেম্বর বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি শহরে, শোভাযাত্রা নিয়ে কি ধরণের সুবিধে অসুবিধে হতে পারে সেই নিয়ে জেলা শাসক এবং পুলিশ সুপার ই রিকশা চড়ে শহরের বিভিন্ন পথঘাট, বাজার পরিদর্শন করেন ।
দূর্গা পুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল ইউনেস্ক | আর ইউনেস্ককে ধন্যবাদ জানাতে ১ লা সেপ্টেম্বর হবে মহা শোভাযাত্রা জলপাইগুড়িতে | শোভাযাত্রা নিয়ে কি ধরণের সুবিধে অসুবিধে হতে পারে সেই নিয়ে বৈঠক হয় | বৈঠক শেষে জেলা শাসক এবং পুলিশ সুপার ই রিকশা চড়ে শহরের বিভিন্ন পথঘাট, বাজার পরিদর্শন করেন |