১৯৪৮ সালের ২৭ ই নভেম্বর ডাঃ বিধান চন্দ্র রায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ ভলেন্টিয়ার ফোর্স গঠিত হয় ,সেটাকে এখন নিজের মত করে চালাচ্ছে তৃণমূল, অভিযোগ করেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য |
সংবাদ সম্মেলনে বসেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য | তিনি পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী বাহিনী নিয়ে সমস্ত নথি তুলে ধরলেন | তিনি বলেন এই সংগঠন ১৯৪৮ সালের ২৭ ই নভেম্বর ডাঃ বিধান চন্দ্র রায়ের নেতৃত্বে গড়ে ওঠে | বিভিন্ন রকম ডিফেন্সে সম্বন্ধীয় শিক্ষা ও আপাতকালীন পরিস্থিতিতে কি কি করা যায় সেইসব শিক্ষায় পারদর্শী করা হয় এদের | বর্তমান সরকার এদের নিজের মত করে চালাচ্ছে বলে অভিযোগ করে শমীক ভট্টাচার্য | এছাড়াও অসৎ মানুষ নথি জাল করে চাকরি করছে এই ডিপার্টমেন্টে | সমস্ত নথি তুলে ধরলেন সংবাদ সম্মেলনে শমীক ভট্টাচার্য |