গাছের মগডালে চিতাবাঘ দেখে ছড়াল আতঙ্ক। রবিবার সকালে চিতাবাঘটিকে গাছের মাথায় বসে থাকতে দেখা যায়। নকশালবাড়ি ব্লকের ঘুঘু ঝরা দেখতে পাওয়া যায় চিতাবাঘটিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। গাছ কেটে বাঘটিকে সেখান থেকে উদ্ধার করা হয়।
গাছের মাথায় হামেশাই দেখা যায় চিতাবাঘ। এবার তেমনই এক ঘটনা ঘটল। এদিন চিতাবাঘ দেখা গেল গাছের মাথায়। এদিন গাছের মগডালে দেখা গেল চিতাবাঘ। চিতাবাঘ দেখে আতঙ্ক ছড়াল এলাকা জুড়ে। রবিবার সকালে নকশালবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্তের ঘুঘু ঝরা এলাকায় গাছের মগডালে চিতাবাঘ বসে থাকতে দেখা যায়। এই খবর চাউর হতেই উৎসাহিত হয়ে স্থানীয় বাসিন্দারা ভীড় জমাতে শুরু করে। বাঘটিকে দেখতে সেখানে ভিড় জমায় স্থানীয় মানুষরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি বন দফতরের ও এলিফ্যান্ট স্কট-এর কর্মীরা। উৎসুক জনতাকে সেখান থেকে সরিয়ে শুরু হয় উদ্ধারকাজ। জানা গিয়েছে গাছ কেটে বাঘটিকে উদ্ধার করে বনকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টার পর বাঘটিকে নীচে নামান হয়। জানা গিয়েছে, বাঘটি গাছের মাথায় উঠে সেখানে আটকে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় বাঘটিকে নীচে নামান হয়। সম্প্রতি এমন ঘটনা সেখানে ঘটেনি বলেই জানা গিয়েছে।