বোলপুরে 'এক টাকার ডাক্তার' নামে খ্যাত ছিলেন ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের সাহায্যার্থে ১ টাকায় রোগীদের চিকিৎসা করতেন তিনি। বার্ধক্য জনিত রোগের কারণে আজ সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ তাঁর প্রয়াণ ঘটে।
প্রয়াত হলেন বীরভূম জেলার বিখ্যাত চিকিৎসক পদ্মশ্রী প্রাপ্ত শ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়। একসময় তিনি ছিলেন বোলপুরের বিধায়ক। বোলপুরে 'এক টাকার ডাক্তার' নামেই খ্যাত ছিলেন ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের সাহায্যার্থে এক টাকায় রোগীদের চিকিৎসা করতেন তিনি। বার্ধক্য জনিত রোগের কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ তাঁর প্রয়াণ ঘটে। আজ তাঁর মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বিশিষ্ট চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় মানব চেতনার সর্বোৎকৃষ্ট রূপকে তুলে ধরেছেন। তিনি একজন সদয় এবং বড় হৃদয়ের ব্যক্তি হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি বহু মানুষকে সুস্থ করে তুলেছিলেন। পদ্ম পুরস্কার অনুষ্ঠানে তাঁর সঙ্গে আমার আলাপচারিতার কথা স্মরণ করি। তাঁর মৃত্যুতে আমি ব্যথিত। তার পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।’
চিকিৎসকের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। এ দিন বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই পোস্টটিতে তিনি শোকবার্তা জ্ঞাপন করে লিখেছেন, ‘পদ্মশ্রী প্রাপক ডঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। আজীবন তিনি ১ টাকা ভিজিট নিয়ে মানুষের সেবা করে গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
পদ্মশ্রীর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টির সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ‘ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি শোকাহত। 'এক টাকার ডাক্তার' নামেই তিনি বেশি পরিচিত ছিলেন, গরিব রোগীদের মাত্র ১ টাকায় চিকিৎসা করার জন্য বোলপুরের বাসিন্দারা তাঁকে স্নেহের সাথে এই উপাধিটি দিয়েছিলেন। তাঁর আত্মা চির শান্তি লাভ করুক। ওম শান্তি।”
প্রয়াত জনদরদীর মৃত্যুতে সবচেয়ে ক্ষতি হল বীরভূম জেলা, তথা গোটা বোলপুরের গরিব মানুষদের। প্রসঙ্গত উল্লেখ্য যে, কলকাতায় এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৎ সত্ত্বেও তিনি নিজের চিকিৎসা পরিষেবা বন্ধ করেননি। সমাজ সচেতনতাকে সাথে নিয়েই সমাজের প্রতি দায়বদ্ধতার নজির গড়েছিলেন পদ্মশ্রী প্রাপ্ত 'এক টাকার ডাক্তার’।
আরও পড়ুন-
প্রয়াত ১ টাকার চিকিৎসক পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্য়ায়, বোলপুরে শোকের ছায়া
এই বাঙালি IVF চিকিৎসকের রিসার্চ সারা ফেলেছিল, তাঁর সমস্ত গবেষণা বন্ধের নির্দেশও দেয় বাংলার তৎকালীন সরকার
বিশ্বের দ্বিতীয় দেশের প্রথম IVF প্রবক্তা বাঙালি চিকিৎসকের কপালে জুটেছিল লাঞ্ঝনা, বেছে নেন আত্মহননের পথ