আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বৃহস্পতিবারও সারা দিনই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ দিন কলকাতার তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ হারানো আঁধার জড়ানো দিন কাটালো শহর থেকে শহরতলী। সঙ্গে উপরি পাওনা হিমেল হাওয়া। শীতের হালকা পোশাক সঙ্গে মাথায় ছাতা। সারা সকাল থেকে দুপুর বইল সেই শিরশিরে হাওয়া। বেশ ঠান্ডার অনুভূতি পেল শহর থেকে জেলা। ডিসেম্বরের শুরু থেকেই হালকা ঠান্ডার আমেজ জুড়ে বসেছিল দক্ষিণবঙ্গে। বাংলার মানুষ সেই শীত ভাব উপভোগও করতে শুরু করেছিলেন। কিন্তু এক সপ্তাহ কাটতে না কাটতেই সেই শীতে ‘নজর’ দিল ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে এই সামুদ্রিক ঝড়টি। তার প্রভাব পড়েছে কয়েকশো কিলোমিটার দূরের বাংলাতেও।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বৃহস্পতিবারও সারা দিনই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এ দিন কলকাতার তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। শুক্রবারের পর রাজ্যে উত্তুরে হাওয়ার পথ খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার সকালে জানানা হয়েছে, একনাগাড়ে না হলেও, শুক্রবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এই জেলাগুলি হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। সপ্তাহান্তে আবহাওয়ার বদল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
বুধবার সকাল থেকেই শহর থেকে শহরতলীর আকাশ ছিল মেঘলা। দু এক পশলা বৃষ্টিও হয়। কখনও ইলশেগুঁড়ি, কখনও ঝিরিঝিরি বৃষ্টিতে ভেজে তিলোত্তমা। সঙ্গে ছিল হাওয়ার দাপট। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের ছয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।