সকাল থেকেই মুখ ভার আকাশের, আজ কি বৃষ্টি হবে কলকাতায়, উত্তর দিল আবহাওয়া রিপোর্ট

Published : Feb 19, 2023, 06:36 AM IST
Cloudy weather in Kolkata

সংক্ষিপ্ত

এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে। দক্ষিণবঙ্গের দুটি জেলার কোনও কোনও জায়গায় ইতিমধ্যেই হাল্কা বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মুখ ভার আকাশের। সকাল থেকেই রোদের দেখা নেই দুদিন ধরে। রোদ উঠলেও বেলার দিকে, তাও ম্রিয়মাণ। তাহলে কি আজ দু এক পশলা বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতায়, প্রশ্ন ওঠা স্বাভাবিক। শুক্রবার থেকে কলকাতা সহ জেলার আকাশে ঘন মেঘের ঘনঘটা। সংলগ্ন জেলায় কিছুটা বৃষ্টিও হয়েছে শনিবার।

জানা গিয়েছে, কলকাতা সহ দুই ২৪ পরগণায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রবিবার সকালের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। পাশপাশি দুই ২৪ পরগণাতেও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

জানা গিয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে। দক্ষিণবঙ্গের দুটি জেলার কোনও কোনও জায়গায় ইতিমধ্যেই হাল্কা বৃষ্টি হয়েছে। বাকি দুটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে তাপমাত্রা ৫ ডিগ্রির মতো বাড়তে পারে। আর শীত রাজ্য থেকে বিদায় নিয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ত্রিপুরা এবং বাংলাদেশের একটি অংশের উপরও একটি ঘূর্ণিঝড় বায়ু কোণ তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় সঞ্চালন সৃষ্টির কারণে অসম, বাংলাদেশ, ত্রিপুরা-সহ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে এর প্রভাব দেখা যেতে পারে। এর আগে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা দাঁড়াতে পারে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ব মেদিনীপুরেও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শহরের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। মেঘলা আবহাওয়ার সঙ্গে সঙ্গে গুমোট গরম দেখা গিয়েছে শহরে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ শতাংশ থাকতে পারে বলে জানানো হচ্ছে। তবে আগামী তিন থেকে চারদিনে তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বিবার উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলায় বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা। তাহলে কি গরমের শুরু। সেই আশঙ্কাই এবার উঁকি দিচ্ছে, কলকাতার আকাশে। তবে তার আগে পর্যন্ত বসন্তের শেষ নির্যাসটুকু নিংড়ে নিতে চাইছেন আপামর বাঙালি।

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি