Earthquake: শুক্রবার রাতে নেপালে শক্তিশালী ভূমিকম্প, টের পেল কলকাতাও

নেপাল বরবরই ভূমিকম্প-প্রবণ। হিমালয়ের কোলের এই দেশে ভূমিকম্প হলে তার আঁচ পাওয়া যায় কলকাতাতেও। শুক্রবার রাতেও এর ব্যতিক্রম হল না। ভূমিকম্প টের পেল এই শহর।

শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। শুক্রবার রাত ১১টা বেজে ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। কলকাতা, দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারতেও ভূমিকম্প টের পাওয়া যায়। নেপালে এর আগে অনেকবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। সেই কারণে রাতে ভূমিকম্পে ফের আতঙ্ক ছড়িয়েছে। এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেই খবর এখনও পাওয়া যায়নি। আশা করা হচ্ছে কারও জীবন বা সম্পত্তির ক্ষতি হয়নি। তবে যেহেতু রাতে ভূমিকম্প হয়েছে, সেই কারণে এখনও পর্যন্ত নেপালের পরিস্থিতির বিষয়ে কিছু জানা যায়নি। শনিবার সকালে হয়তো খবর পাওয়া যাবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ভূমিকম্পের প্রভাব পড়লেও, ক্ষয়ক্ষতি কিছু হয়নি।

ভূপৃষ্ঠের গভীরে ভূমিকম্প

Latest Videos

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প সৃষ্ট হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। তবে নেপালের ঠিক কোন অঞ্চলে ভূমিকম্প হয়েছে, সেটা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহারের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। লখনউ, দিল্লি, নয়ডা, গুরুগ্রামের মতো শহরগুলিতে ভালোভাবেই টের পাওয়া যায় কম্পন। দিল্লি-এনসিআর অঞ্চলের অনেক বাড়িই ভূমিকম্পের ফলে কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে অনেকে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন। তবে ক্ষয়ক্ষতি কিছু হয়নি।

অক্টোবরে একাধিকবার ভূমিকম্প

সম্প্রতি নেপালে একাধিকবার ভূমিকম্প হয়েছে। শুক্রবারের আগে সাম্প্রতিকতম ভূমিকম্প হয় ২২ অক্টোবর। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল ধাদিং। সেবারও দিল্লি-এনসিআর অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছিল। এর ঠিক এক সপ্তাহ আগে ১৫ অক্টোবর হরিয়ানায় ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৩.১। সেবারও ভূমিকম্পের প্রভাব পড়েছিল দিল্লি-এনসিআর অঞ্চলে। অক্টোবরে আরও একবার ভূমিকম্প হয়। ৩ অক্টোবর নেপালে কয়েক ঘণ্টার মধ্যে পরপর কয়েকবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। সেই ভূমিকম্পের প্রভাব পড়ে দিল্লি-এনসিআর অঞ্চল-সহ উত্তর ভারতের বিভিন্ন শহরে। এবার নভেম্বরের শুরুতেই ফের ভূমিকম্প হল।

২০১৫ সালে ভূমিকম্পে বিধ্বস্ত হয় নেপাল

২০১৫ সালে নেপালে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এই কম্পনের ফলে প্রায় ৯,০০০ মানুষের মৃত্যু হয়। ৫ লক্ষেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে যায়। তারপর থেকে ভূমিকম্প হলেই নেপালের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ২০০০, সাহায্য চাইল তালিবানরা

মিলবে ভূমিকম্প ও সুনামির মত প্রাকৃতিক বিপর্যয়ের খবর, ISRO-NASA-এর যৌথ উদ্যোগে কাজ করবে NISAR

Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC