আর দু'দিনের মধ্যেই ঝড় বৃষ্টি বঙ্গে, কোন কোন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা? জানুন

মার্চ মাসেই তাপআমত্রা ছুয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আচমকা এই কালবৈশাখীতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলেই।

আর মাত্র কদিনের মধ্যেই ভ্যাপসা গরম থেকে মুক্তি। ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি। তবে সোমবারের মত মঙ্গলবারও মেঘমুক্ত পরিষ্কার আকাশই দেখল শহরবাসী। তাপমাত্রায় বিন্দুমাত্র হেরফের হল না। মঙ্গলবারও অব্যহত ভ্যাপসা গরম। বুধবার থেকে তাপমাত্রার বিশেষ পরিবর্তন না ঘটলেও আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকেই আংশিক মেঘলা আকাশ দেখবে পশ্চিমের জেলাগুলো। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে লাগাতার দু থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। কাঠফাটা গরমের হাত থেকে খানিকটা হলেও রেহাই পাবে শহরবাসী। এবছরই দশকের ঊষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী থেকেছে বঙ্গ। মার্চ মাসেই তাপআমত্রা ছুয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আচমকা এই কালবৈশাখীতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলেই।

মঙ্গলবারও অব্যহত ভ্যাপসা গরম। গত কয়েকদিনের মত মঙ্গলবারও ৩৫ ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছোঁবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বুধবার থেকে মেঘলা আকাশ কলকাতাতেও। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ। বৃহস্পতিবারই রাজ্যে ধেয়ে আসতে পারে কালবৈশাখী। যার জেরে ভ্যাপসা গরমের হাত থেকে খানিকটা হলেও মুক্তি পাবে রাজ্যবাসী।

Latest Videos

প্রসঙ্গত, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা আরও দু'ডিগ্রি বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছিল। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সোমবারও সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ শহরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৬ শতাংশ। তবে মঙ্গলবার থেকেই বদলাবে আবহাওয়া। দক্ষিণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত আবহাওয়া একই রকম চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিন এবং রাত, কোনও তাপমাত্রারই খুব-একটা হেরফের হবে না। রবিবার দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চিল, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে প্রায় ১৯.৫ ছিল ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কালিম্পং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকের চেয়ে যা ৪ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে হতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

আরও পড়ুন - 

মঙ্গলবার থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য দুই রঙের সতর্কতা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশিকা জারি, পরীক্ষা হলে মানতে হবে এই নিময়গুলি

সাগরদিঘির ঘটনার পূণরাবৃত্তি পঞ্চায়েতে নয়, তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News