হাবড়ার বাণীপুরে ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর স্থাপিত হয়েছিল গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন নামে একটি টিচার ট্রেনিং কলেজের । আজ ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আয়োজিত হল বর্ণাঢ্য পদযাত্রার ।
হাবড়ার বাণীপুরে ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর স্থাপিত হয়েছিল গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন নামে একটি টিচার ট্রেনিং কলেজের । আজ ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আয়োজিত হল বর্ণাঢ্য পদযাত্রার । এছাড়াও ডায়মন্ড জুবিলী উপলক্ষে নানান কর্মসূচীর আয়োজন করা হয় | অনুষ্ঠানের সূচনায় ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক | এছাড়াও ছিলেন হাবড়া পুরসভার পুরপ্রধান ও কলেজের অধ্যক্ষ সহ সম্মানীয় ব্যক্তিরা | পদযাত্রায় অংশগ্রহণ করে কলেজের বর্তমান ও প্রাক্তন পড়ুয়া সহ অধ্যাপক অধ্যাপিকারা |