পানিহাটির আনন্দলোকে দুঃসাহসিক চুরি! ফাঁকা বাড়িতে চোরেদের রীতিমত 'তাণ্ডব'। পরপর চারটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বাইরে ঘুরতে যেতেই বাড়িতে চোরের হানা। লোহার গ্রিল বেঁকিয়ে, তালা ভেঙে ঘরে ঢোকে চোরের দল।
পানিহাটির আনন্দলোকে দুঃসাহসিক চুরি! ফাঁকা বাড়িতে চোরেদের রীতিমত 'তাণ্ডব'। পরপর চারটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বাইরে ঘুরতে যেতেই বাড়িতে চোরের হানা। লোহার গ্রিল বেঁকিয়ে, তালা ভেঙে ঘরে ঢোকে চোরের দল। নগদ ৫০ হাজার টাকা ও সোনার গহনা নিয়ে পালাল চোরের দল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।