রাজ্যজুড়ে ভুরি ভুরি আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। পাকাবাড়ি সত্ত্বেও আবাসের তালিকায় নাম, গরিবরা বঞ্চিত, অভিযোগ স্থানীয়দের। নদীয়ার কৃষ্ণনগরে আবাস যোজনা দুর্নীতি নিয়ে সরব বিজেপি। আবাস যোজনা প্রকল্পের দুর্নীতির প্রতিবাদে ডেপুটেশন জমা বিজেপির।
রাজ্যজুড়ে ভুরি ভুরি আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। পাকাবাড়ি সত্ত্বেও আবাসের তালিকায় নাম, গরিবরা বঞ্চিত, অভিযোগ স্থানীয়দের। নদীয়ার কৃষ্ণনগরে আবাস যোজনা দুর্নীতি নিয়ে সরব বিজেপি। আবাস যোজনা প্রকল্পের দুর্নীতির প্রতিবাদে ডেপুটেশন জমা বিজেপির। কৃষ্ণনগর ১ গ্রাম পঞ্চায়েত বিডিও অফিসে বিজেপির ডেপুটেশন কর্মসূচী। বিডিও অফিসের বাইরেই টেবিল পেতে বসে পড়েন বিজেপি কর্মীরা। প্রচুর বঞ্চিত মানুষ এদিন ভিড় করেন। ৫ বছর পার, তবুও মেলেনি আবাস যোজনার ঘর। আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ। কৃষ্ণনগর ১ গ্রাম পঞ্চায়েত বিডিও পিন্টু ঘরামির আশ্বাস, গরীব মানুষরা ঘর পাবেন।