Anubrata Mondal: 'মেয়েকে গ্রেফতার করা অন্যায়', সুকন্যার গ্রেফতারির পর এই প্রথম মুখ খুললেন অনুব্রত

Published : May 01, 2023, 02:45 PM IST
Sukanya Mondal daughter of Anubrata  is in ED custody for three days may be interrogated facing her father

সংক্ষিপ্ত

দিল্লির রাউস এভিনিউ আদালতের নির্দেশ অনুযায়ী ১২ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। গরু পাচার মামলার শুনানিতে আজ ভার্চুয়াল মাধ্যমে তাঁকে দিল্লির আদালতে পেশ করা হয়।

গরু পাচার মামলায় অনুব্রতর মতই তিহার জেলে ঠাঁই হয়েছে সুকন্যারও। সোমবার অনুব্রতকে হাজির করানো হয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। সেখানেই প্রথমবার মেয়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন কেষ্ট। তবে এদিনও বেশি কথা বলেননি অনুব্রত। মাত্র চার শব্দেই প্রতিক্রিয়া সারলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রতর সাফ জবাব,'মেয়েকে গ্রেফতার করা অন্যায়।' উল্লেখ্য সুকন্যার গ্রেফতারির পর এই প্রথম মন্তব্য করলেন অনুব্রত।

দিল্লির রাউস এভিনিউ আদালতের নির্দেশ অনুযায়ী ১২ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। গরু পাচার মামলার শুনানিতে আজ ভার্চুয়াল মাধ্যমে তাঁকে দিল্লির আদালতে পেশ করা হয়। সেখানেই সুকন্যার জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গ্রেফতারির পর থেকে শনিবার পর্যন্ত ইডির হেফাজতে ছিলেন তিনি।

গত বুধবারই তাঁকে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়। এদিন আদালতে পেশ করা হয় সুকন্যাকে। তিন দিনের হেফাজত চেয়েছিল ইডি। ইডির আবেদন মঞ্জুর করে দিল্লির আদালত। তবে এর আগেও একাধিকবার সুকন্যাকে এই মামলায় জেরা করেছে ইডি। একাধিকবার হাজিরা এড়িয়েছেন সুকন্যাও। গরু পাচার-কাণ্ডে এর আগে গ্রেফতার করা হয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে। গত সাড়ে আট মাস ধরে জেলে রয়েছেন তিনি। বর্তমানে তিহার জেলে রয়েছেন অনুব্রত। কারণ তদন্তকারীরা তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চেয়েছিল। সেইমতই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল কড়া নিরাপত্তায়। তারপর থেকেই তিহারজেলে বন্দি তিনি।

দিল্লিতে দফায় দফায় জেরার মুখে পড়তে হচ্ছে অনুব্রতর মেয়ে সুকন্যাকে। বারবার হাজিরা এড়িয়ে গেলেও গ্রেফতারির পর প্রশ্নের ফাঁদে পড়ে গিয়েছেন কেষ্ট-কন্যা। সারা দিন ধরে জিজ্ঞাসাবাদের চাপে কাহিল হয়ে পড়ছেন বোলপুরের এককালীন শিক্ষিকা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গেছে ৪৯ হাজার ৯৯০ টাকা। অর্থাৎ, ৫০ হাজার থেকে ১০ টাকা কম। এখন আমজনতার মনে প্রশ্ন আসতে পারে যে, মাত্র ১০ টাকা কম রাখা কেন? ইডি আধিকারিকরা মনে করছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরোপুরি ৫০ হাজার টাকা রাখলে পরিচয়পত্র প্যান কার্ড দেখাতে হয়। সেই নিয়ম এড়ানোর জন্যই একাধিকবার একাধিক ব্যক্তির মাধ্যমে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই পরিমাণের টাকা রাখা হয়েছিল, যেখানে ১০ টাকা কম ছিল।

আরও পড়ুন -

মল্লিকবাজারের ফুলের ব্যবসায় বড়সড় ক্ষতি, রাজ্য সরকারের কাছে বাঁচার আর্তি ফুলবিক্রেতাদের

নদিয়ায় বড় সাফল্য বামেদের, তেহট্টের সমবায় সমিতির নির্বাচনে ৪৯ আসন পেল সিপিআইএম

পশ্চিমবঙ্গে কি বিজেপির হাল ছেড়ে দিচ্ছেন শীর্ষ নেতারা? ৩৫টি আসনের লক্ষ্যে এখন রাজ্য-নেতাদের চরম সমস্যা

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর