হাজারদুয়ারির পাশেই রয়েছে ইমামবাড়া। ইমামবাড়া মুসলিমদের পবিত্র ধর্মস্থান। এই ইমামবাড়ায় সকলের প্রবেশ অবাধ। ইরাকের কারবালার পবিত্র ধর্মস্থানের মাটি রয়েছে ইমামবাড়ায়। মহরমের সময় এখানে হাসান-হুসেনকে স্মরণ করা হয় এখানে। সম্পূর্ণ ইমামবাড়া তিনটি ভাগে বিভক্ত।
হাজারদুয়ারির পাশেই রয়েছে ইমামবাড়া। ইমামবাড়া মুসলিমদের পবিত্র ধর্মস্থান। এই ইমামবাড়ায় সকলের প্রবেশ অবাধ। ইরাকের কারবালার পবিত্র ধর্মস্থানের মাটি রয়েছে ইমামবাড়ায়। মহরমের সময় এখানে হাসান-হুসেনকে স্মরণ করা হয় এখানে। সম্পূর্ণ ইমামবাড়া তিনটি ভাগে বিভক্ত। উপরের অংশকে বলা হয় 'মুসাফির খানা'। ইমামবাড়ার এক পাশে রয়েছে 'ক্লক টাওয়ার'। এখানে রয়েছে পবিত্র মদিনা মসজিদ। ইমামবাড়ার সামনেই রয়েছে 'বাচ্চাওয়ালি তোপ'।