অনলাইনে কুন্তল ঘোষের সাংঘাতিক কুকীর্তি! রহস্য ফাঁস করতে এবার Google-কেও চিঠি দিল CBI

জানা গেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মতো হুবহু একই রকম দেখতে কুন্তলের তৈরি ভুয়ো ওয়েবসাইটগুলি। সেখানে ‘রেট চার্ট’ দিয়ে চাকরির টাকা ধার্য করে দিতেন কুন্তল ঘোষ। 

দুর্নীতির কাজে একেবারে আটঘাট বেঁধে সব দিক সামলেই নেমেছিলেন হুগলির প্রাক্তন নেতা কুন্তল ঘোষ। দুর্নীতির কথা যাতে কেউ অনলাইন সার্চ করেও বুঝতে না পারে, তার জন্য একের পর এক ভুয়ো ওয়েবসাইট খুলে চাকরিপ্রার্থীদের ঠকানোর কাজে হাত পাকিয়েছিলেন কুন্তল। তাঁকে জেরা করে সম্প্রতি এমনই রহস্যের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, অযোগ্য চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর বাড়িয়ে দেখানোর জন্য একটি নয়, পর পর দু’টি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন কুন্তল ঘোষ। সেই ওয়েবসাইটের তথ্য জানার জন্য সাহায্য করতে পারেন একমাত্র গুগল (Google) কর্তৃপক্ষ।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ২টি ওয়েবসাইটের খোঁজ পাওয়া গিয়েছে কুন্তলের। আইপি অ্যাড্রেস সহ যাবতীয় ডিটেলস তথ্য সংগ্রহ করার জন্য গুগল কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সিবিআই। এই দুটি ওয়েবসাইটে অযোগ্যদের থেকে টাকা নিয়ে তাদের নাম ওয়েবসাইটে দেখানো হত। কিন্তু পরে টাকা নেওয়ার পর সেই লিস্টগুলি ডিলিট করা হত। ফলে নকল ওয়েবসাইটের যাবতীয় ডিটেলস তথ্য জানার জন্য সিবিআই গুগলকে প্রথমবার চিঠি দিল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, কিছু সংখ্যক প্রার্থী চাকরি পেলেও বাকি অনেকেই চাকরি পাননি। ফলে যারা টাকা দিয়েছিলেন, তাঁরাও অনেকে প্রতারিত হয়েছেন। সেজন্য সিবিআই দুটো ওয়েবসাইটেরই বিস্তারিত তথ্য জানতে চেয়েছে গুগল-এর থেকে।

Latest Videos

সিবিআইয়ের আগে ইডিও এই একইরকম তথ্য জানিয়েছিল কুন্তল ঘোষের কুকীর্তি সম্পর্কে। দুটি ভুয়ো ওয়েবসাইটকে কাজে লাগিয়ে কুন্তল চাকরিপ্রার্থীদের বোঝাতেন যে, তাঁরা পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এরপর সেই ওয়েবসাইটে দেওয়া হত ‘রেট চার্ট’। কত টাকা দিলে তাঁর চাকরি পাকা হবে, তা সেই ‘রেট চার্ট’-এর মাধ্যমে জানানো হতো বলে দাবি করেছিল ইডি। জানা গেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মতো হুবহু একই রকম দেখতে কুন্তলের তৈরি ভুয়ো ওয়েবসাইটগুলি। কুন্তলকে যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁরা ‘পর্ষদ’-এর ওয়েবসাইটে নিজেদের নাম উঠল কি না বা নম্বর বাড়ল কি না, তা দেখতে চাইতেন। সেই সময় এই ভুয়ো ওয়েবসাইটগুলি তাঁদের দেখানো হতো। এই ওয়েবসাইটগুলি কার নামে তৈরি, ডোমেন কেনা হয়েছিল, নাকি ভাড়া নেওয়া হয়েছিল, সেই সমস্ত তথ্য জানতে এবার গুগল-কে চিঠি দিলেন তদন্তকারীরা।

আরও পড়ুন-
সপ্তাহের শুরুতেই গঙ্গার নীচ দিয়ে চলতে শুরু করবে কলকাতা মেট্রো, কবে থেকে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা?
ভারতে ভয় ধরাচ্ছে করোনার এক্সবিবি.১.১.১৬ ভ্যারিয়েন্ট, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ৬ হাজার

Urfi Javed: উরফি-উন্মাদনায় টগবগে মুম্বই, বেগুনি পোশাকে ঝলকাচ্ছেন তন্বী

Share this article
click me!

Latest Videos

'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata