বছরের প্রথম দিনে মাতৃ দর্শনে পুন্যার্থীর ঢল বাঁকুড়ার জয়রামবাটিতে। মা সারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে মাতৃমূর্তি দর্শনে ঢল নামল পূন্যার্থীদের। জয়রামবাটিতে কল্পতরু উৎসব না হলেও বছর শুরুর দিনে মাতৃ মন্দিরে সকাল থেকেই পূণ্যার্থীদের আনাগোনা শুরু হয়।
বছরের প্রথম দিনে মাতৃ দর্শনে পুন্যার্থীর ঢল বাঁকুড়ার জয়রামবাটিতে। মা সারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে মাতৃমূর্তি দর্শনে ঢল নামল পূন্যার্থীদের। জয়রামবাটিতে কল্পতরু উৎসব না হলেও বছর শুরুর দিনে মাতৃ মন্দিরে সকাল থেকেই পূণ্যার্থীদের আনাগোনা শুরু হয়। জয়রামবাটির মাতৃমন্দিরে পুজো পাঠে অংশ নেন বহু মানুষ।