সরকার-ব্যবসায়ীদের টানাপোড়েন, কর্মবিরতির প্রথম দিনেই আলু কিনতে গিয়ে মাথায় হাত ক্রেতার
রাজ্য সরকারের সঙ্গে সোমবার দৈর্ঘ্য বৈঠকেও কোনও রফাসূত্র পাননি রাজ্যের আলু ব্যবসায়ীরা। এই অবস্থায় প্রগতিশীল আলু ব্যবসায়ীরা ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছেন। যার কারণে জোগানের অভাবে মঙ্গলবার থেকেই দাম বাড়ল আলুর।
আশঙ্কা সত্যি করেই আজ, মঙ্গলবার থেকেই দাম বাড়ল আলুর। আলু ব্যবসায়ীদের ধর্মঘটেপ কারণে এই মূল্যবৃদ্ধি বলেই দাবি ক্রেতাদের।
সোমবার মধ্যরাত থেকে ধর্মঘট
সোমবার মধ্যরত থেকেই ধর্মঘটে গিয়েছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। সেই কারণে মধ্যরাত থেকেই কোনও হিমঘর থেকে আর আলু বের করতে দেওয়া হয়নি।
মঙ্গলবার থেকে জোগান কম
সোমবার রাত থেকেই হিমঘর থেকে আলু বের করতে দেওয়া হয়নি। যার কারণে মঙ্গলবার সকাল থেকেই জোগান কমছে। যার কারণে খোলা বাজারে দাম বাড়ছে আলুর।
আলুর দাম বৃদ্ধি
খোলা বাজারে কোথায় ২ টাকা কোথাও আবার আট থেকে ৯ টাকা পর্যন্ত কেজি প্রতিতে দাম বেড়েছে আলুর।
আজ আলুর দাম
মঙ্গলবার কলকাতা সহ জেলার অধিকাংশ বাজারেও আলুর দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন জোগান কম থাকার কারণেই দাম বাড়াতে বাধ্য হয়েছে।
খোলা বাজারে আলুর দাম
মঙ্গলবার খোলা বাজারে জ্যোতি আলুর কিলো ছিল ৩৬ টাকা। আর চন্দ্রমুখী আলুর দাম ছিল ৪০ টাকা। কোথাও কোথাও আরও বেশি দামে বিক্রি হয়েছে আলু। আগামী দিনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ীদের ধর্মঘটের কারণ
রাজ্য সরকার সম্প্রতি ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। আর সেই কারণে সীমানাগুলিতে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই ট্রাক। নষ্ট হচ্ছে আলু। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেই ধর্মঘটের ডাক দিয়েছে।
আলু ব্যবসায়ীদের পাশে হিমঘর মালিকরাও
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দিয়েছে। এই কর্মবিরতিতে সহমত পোষণ করেছে হিমঘর মালিক অ্যাসোসিয়েশনও।
আজ বৈঠক
সূত্রের খবর আজ, মঙ্গলবার ফের বৈঠকে বসতে পারে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিক অ্যাসোসিয়েশন। সেখানেই ধর্মঘট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাজারে নতুন আলু
রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে আলু চাষে দেরি হয়েছে। আর সেই কারণে ১৫ দিন পিছিয়ে যাচ্ছে বাজারে নতুন আলু আসতে। ডিসেম্বরের ২০-২৫ তারিখের মধ্যে বাজারে নতুন আলু আসবে।