সরকার-ব্যবসায়ীদের টানাপোড়েন, কর্মবিরতির প্রথম দিনেই আলু কিনতে গিয়ে মাথায় হাত ক্রেতার

রাজ্য সরকারের সঙ্গে সোমবার দৈর্ঘ্য বৈঠকেও কোনও রফাসূত্র পাননি রাজ্যের আলু ব্যবসায়ীরা। এই অবস্থায় প্রগতিশীল আলু ব্যবসায়ীরা ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছেন। যার কারণে জোগানের অভাবে মঙ্গলবার থেকেই দাম বাড়ল আলুর।

 

Saborni Mitra | Published : Dec 3, 2024 3:51 PM
110
আলুর দাম বৃদ্ধি

আশঙ্কা সত্যি করেই আজ, মঙ্গলবার থেকেই দাম বাড়ল আলুর। আলু ব্যবসায়ীদের ধর্মঘটেপ কারণে এই মূল্যবৃদ্ধি বলেই দাবি ক্রেতাদের।

210
সোমবার মধ্যরাত থেকে ধর্মঘট

সোমবার মধ্যরত থেকেই ধর্মঘটে গিয়েছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। সেই কারণে মধ্যরাত থেকেই কোনও হিমঘর থেকে আর আলু বের করতে দেওয়া হয়নি।

310
মঙ্গলবার থেকে জোগান কম

সোমবার রাত থেকেই হিমঘর থেকে আলু বের করতে দেওয়া হয়নি। যার কারণে মঙ্গলবার সকাল থেকেই জোগান কমছে। যার কারণে খোলা বাজারে দাম বাড়ছে আলুর।

410
আলুর দাম বৃদ্ধি

খোলা বাজারে কোথায় ২ টাকা কোথাও আবার আট থেকে ৯ টাকা পর্যন্ত কেজি প্রতিতে দাম বেড়েছে আলুর।

510
আজ আলুর দাম

মঙ্গলবার কলকাতা সহ জেলার অধিকাংশ বাজারেও আলুর দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন জোগান কম থাকার কারণেই দাম বাড়াতে বাধ্য হয়েছে।

610
খোলা বাজারে আলুর দাম

মঙ্গলবার খোলা বাজারে জ্যোতি আলুর কিলো ছিল ৩৬ টাকা। আর চন্দ্রমুখী আলুর দাম ছিল ৪০ টাকা। কোথাও কোথাও আরও বেশি দামে বিক্রি হয়েছে আলু। আগামী দিনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

710
ব্যবসায়ীদের ধর্মঘটের কারণ

রাজ্য সরকার সম্প্রতি ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। আর সেই কারণে সীমানাগুলিতে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই ট্রাক। নষ্ট হচ্ছে আলু। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেই ধর্মঘটের ডাক দিয়েছে।

810
আলু ব্যবসায়ীদের পাশে হিমঘর মালিকরাও

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দিয়েছে। এই কর্মবিরতিতে সহমত পোষণ করেছে হিমঘর মালিক অ্যাসোসিয়েশনও।

910
আজ বৈঠক

সূত্রের খবর আজ, মঙ্গলবার ফের বৈঠকে বসতে পারে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিক অ্যাসোসিয়েশন। সেখানেই ধর্মঘট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

1010
বাজারে নতুন আলু

রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে আলু চাষে দেরি হয়েছে। আর সেই কারণে ১৫ দিন পিছিয়ে যাচ্ছে বাজারে নতুন আলু আসতে। ডিসেম্বরের ২০-২৫ তারিখের মধ্যে বাজারে নতুন আলু আসবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos