শিলিগুড়িতে দুষ্কৃতীর গুলিতে আহত এসআই। শিলিগুড়িতে লুকিয়ে বিহারে কুখ্যাত দুষ্কৃতী রাজ পাণ্ডে । নিয়মিত শিলিগুড়িতে আসা যাওয়া করত। একাধিক প্রতারণার মামলায় অভিযুক্ত। ধরতে গেলে পিস্তল দেখিয়ে পালানোর চেষ্টা, ধস্তাধস্তিতে গুলি।
শিলিগুড়িতে দুষ্কৃতীর গুলিতে আহত এসআই। শিলিগুড়িতে লুকিয়ে বিহারে কুখ্যাত দুষ্কৃতী রাজ পাণ্ডে । নিয়মিত শিলিগুড়িতে আসা যাওয়া করত। একাধিক প্রতারণার মামলায় অভিযুক্ত। ধরতে গেলে পিস্তল দেখিয়ে পালানোর চেষ্টা, ধস্তাধস্তিতে গুলি। ধস্তাধস্তিতে গুলি ছিটকে জখম এসআই, দুষ্কৃতী রাজ পাণ্ডেও গুলিবিদ্ধ। জখম এসআই-এর নাম রবীন্দ্রনাথ সরকার। তার পায়ে গুলি লেগেছে। সোমবার দাগাপুরে দুষ্কৃতীর ফ্ল্যাটে হানা দেয় প্রধাননগর থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন প্রধাননগর থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য। ফ্ল্যাটের সামনে যেতেই আইসিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। কোনক্রমে প্রাণে বাঁচেন আইসি। কিন্তু, তাঁর সঙ্গে থাকা এক সাব ইন্সপেক্টরের গুলি লাগে।