Visva Bharati: স্রষ্টাই নেই সৃষ্টির ফলকে! বিশ্বভারতীর হেরিটেজ প্রাপ্তির ফলক থেকেই উধাও কবিগুরুর নাম, নিন্দার ঝড়

Published : Oct 21, 2023, 12:53 PM IST
BJP MP Swapan Dasgupta face protest in Visva bharati.

সংক্ষিপ্ত

বিশ্বভারতীর অভ্যন্তরে একটি ফলক নির্মান করা হয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হল এই যে এই ফলকে কোথাও নজরে পড়ছেন কবিগুরু নাম। 

ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি শান্তিনিকেতন। ১৭ সেপ্টেম্বর ইউনেসকো শান্তিনিকেতন-কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে। আর এর ফলে বিশ্বভারতীর অভ্যন্তরে একটি ফলক নির্মান করা হয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হল এই যে এই ফলকে কোথাও নজরে পড়ছেন কবিগুরু নাম।

যিনি নিজের হাতে এই স্থান তিলে তিলে গড়ে তুলেছেন। তার সর্বাত্ম দিয়ে এই স্থানকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। এই হেরিটেজ সাইটের ফলকে ঠাঁই পায়নি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। এই ফলকের ছবি ছড়িয়ে পড়তেই এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে। এই ফলকে মাত্র দুজনের নাম প্রকাশ্যে উঠে এসেছে প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুত চক্রবর্তীর।

বিশ্ববিদ্যালয়ের বহু স্থানে এই ফলক স্থান পেয়েছে। এই ফলক বিশ্বভারতী কতৃপক্ষের তরফ থেকে রবীন্দ্রভবন, কলা ভবন, উপাসনা গৃহ, সঙ্গীত ভবন এবং ছাতিম তলায় এই ফলক বসানো হয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রদ়ীদের মন এই ফলত কোনও স্বীকৃত ফলক নয় বিজ্ঞাপণের জন্যই এই ফলক বসানো হয়েছে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: রাজ্যে SIR মমতাকে তোপ শমীকের! করলেন নির্বাচন কমিশনের কাছে বিরাট দাবী
SIR-এ মৃত্যুর দায় নিতে হবে দুর্যোধন-দুঃশাসনকে, একী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়