ট্রায়াল রানেই মন কাড়ল বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র ৮ ঘণ্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। উত্তর-দক্ষিণকে গতিতে জুড়ল বন্দে ভারত এক্সপ্রেস। মাঝে শুধু মালদা, যাত্রাপথে আর কোনও স্টপেজ নেই বন্দে ভারতের।
ট্রায়াল রানেই মন কাড়ল বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র ৮ ঘণ্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। উত্তর-দক্ষিণকে গতিতে জুড়ল বন্দে ভারত এক্সপ্রেস। মাঝে শুধু মালদা, যাত্রাপথে আর কোনও স্টপেজ নেই বন্দে ভারতের। ১৬ কামরার এই দ্রুতগামী ট্রেনে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। চেয়ার কারের সঙ্গে রয়েছে ইকনমি ক্লাস। ব্রেকফাস্ট ও লাঞ্চ দুইই মিলবে ট্রেনের ভিতরেই। রয়েছে ফ্রি ওয়াইফাই-এর সুবিধা।