এ যেন উলটপুরাণ! বৃক্ষরোপণ নয়, পোড়ানো হল গাছ। বেশ কয়েকটি গাছকে আবার উপড়েও ফেলা হল। এভাবেই বিশ্ব পরিবেশ দিবস পালিত হল শিলিগুড়িতে।
আরও পড়ুন: গাছে গাছে পাখিদের জন্য লাগানো হল 'ফাইভস্টার' বাসা, মন্দির নগরী চমকে দিল ভাবনার অভিনবত্বে
করোনা আতঙ্কে রক্ষে নেই, দিন কয়েক আবার এ রাজ্যে পড়ল ঘুর্ণিঝড় আমফান। ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পায়নি কলকাতাও। ঝড়ে কত গাছ যে পড়ে দিয়েছে, তার ইয়ত্তা নেই। কিন্ত ঘটনা হল, সব গাছই যে পরিবেশের পক্ষে উপকারি তেমনটা কিন্তু নয়।
আরও পড়ুন: করোনা সঙ্গে জুড়েছে আমফান, বদলে গেল বিশ্ব পরিবেশ দিবসের রঙ
গ্রিন বিধাননগর। শুক্রবার, বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ অভিযান চলল শিলিগুড়ি শহরের বিধানগর এলাকায়। উদ্যোক্তা বিধাননগর ওয়েলফেরার সোসাইটি। এই অভিযানে যেমন চারা গাছ লাগানো হয়, তেমনি পুড়িয়ে দেওয়া হয় পার্থেনিয়াম গাছও। বিধাননগর ওয়েলফেরার সোসাইটি-র কর্ণধার বাপন দাস জানিয়েছেন, পার্থেনিয়াম গাছ পরিবেশের পক্ষ অত্যন্ত ক্ষতিকারক। কোনও এলাকায় যদি পার্থেনিয়াম গাছ থাকে, তাহলে স্থানীয় বাসিন্দাদের শ্বাসকষ্ট-সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।