কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় ভাইফোঁটার উৎসব। বাঙালি পরিবার ছাড়াও সারা দেশেই নান রকম নামে পালিত হয় উৎসব। কর্নাটকে (Karnataka) এই অনুষ্ঠানকে বলা হয় সোদারা বিদিগে। নেপালে (Nepal) ভাই টিকা, মহারাষ্ট্রে (Maharashtra) ভাউবীজ, উত্তর ভারতে (North India) ভাইয়া দুজ বা ভাই দুজ। আর গুজরাটে (Gujrat) ভাই বেজ। দক্ষিণ ভারতের (South India) অনেক জায়গায় যম দ্বিতীয়া নামে পরিচিত এই উৎসব।