কলকাতায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন। কোভিড যোদ্ধা, কো-মর্বিডদের পরেই করোনা টিকা পাবেন সাধারণ মানুষ। মঙ্গলবার থেকেই কলকাতা ও জেলাগুলিতে ভ্যাকসিন বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে। দফায়-দফায় জেলাগুলিতে ভ্যাকসিন বণ্টন করা হয়। তবে একটা প্রশ্ন নিয়ে ধন্ধ রয়েই গিয়েছে। কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ না হয় পাওয়া গেল, তবে দ্বিতীয় দফার ডোজ নিয়ে এখনও পর্যন্ত কোনও কথা ওঠেনি । তবে আগের থেকে কমলেও এখনও কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে মানুষ। বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় মোট মৃতের সংখ্যা ১০,০১০ জন। তবে একুশের ভোটের আগে ভাইরাস কতটা কবজা করল রাজ্যকে, কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।