সোমবার থেকে চালু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ভ্যাকনিশেন শহরে। ফিরহাদ হাকিম বললেন, 'সোমবার থেকে ১৬ টি স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন চালু হবে। এরপরে যে যে স্কুল চাইবে তাদেরকেও আমরা ভ্যাকসিন দেব। তাদেরকে আমরা কোভ্যাকসিন দেব। কোভিশিল্ড নয়।' উল্লেখ্য, শহরে লাগামছাড়া কোভিড সংক্রমণ শুরু হয়েছে। কোভিডের নিউ ভ্যারিয়েন্ট ওমিক্রনও আঘাত হেনেছে। তাই এহেন পরিস্থিতিতে যাতে কোনওভাবেই ছোটরা ক্ষতির মুখোমুখি না হয়, তাই এদিন থেকে শুরু হল টিকাকরণ কর্মসূচি।