বিশ্বব্যপী দুরন্ত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস। রোজই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর কবল থেকে নিস্তার নেই সেলেব-দেরও। সে তিনি কোনও রাষ্ট্রনেতা বা তাঁর নিকটজনই হোন, কিংবা বিশ্বখ্যাত অভিনেতা, বা গায়ক, লেখক, শিল্পী। কাউকেই রেয়াত করছে না করোনাভাইরাস। সেলেবদের মধ্যে কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসাবে প্রথম জানা গিয়েছিল হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস-এর নাম। রবিবার কোভিড-১৯ আক্রান্ত সেলেবদের তালিকায় সর্বশেষ হিসাবে জুড়েছে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা-র নাম। একনজরে দেখে নেওয়া যাক এই তালিকা, যা রোজই একটু একটু করে বেড়ে চলেছে -