রাত পোহালেই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে আমেরিকায় দারুণভাবে বেড়ে গিয়েছে বন্দুকের বিক্রি। ডোনাল্ড ট্রাম্প তথা রিপাবলিকানরা বন্দুক নিয়ন্ত্রণের বিরোধী। কাজেই ট্রাম্প সমর্থকরা বন্দুক কিনবেন, তাতে আর আশ্চর্যের কী আছে? কিন্তু, বিস্ময়কর হলেও ডেমোক্র্যাট সমর্থক তথা ট্রাম্প বিরোধী মার্কিনীরা, যাঁরা বন্দুক রাখার বিরোধী, তাঁদের মধ্যেও ২০২০ সালের নির্বাচনের আগে বন্দুক কেনার প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচনের ফল যাই হোক, শেয পর্যন্ত গৃহযুদ্ধ লেগে যেতে পারে বলে ভয় পাচ্ছেন রিপাবলিকান-ডেমোক্র্যাট নির্বিশেষে অধিকাংশ মার্কিনী।