সংক্ষিপ্ত

  • কলকাতার একাধিক স্কুলে ফি বৃদ্ধির অভিযোগে চলছে বিক্ষোভ 
  • অনৈতিক ভাবে ফি আদায়ের অভিযোগে প্রতিবাদ অভিভাবকদের 
  •  অবস্থান বিক্ষোভে রাণীকুঠির জিডি বিড়লা স্কুলের অভিভাবক ফোরাম 
  •   ল্যাব ফি,  বাস ফি সহ অন্যান্য খাতে ফি নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে 

ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছিল শহরের নামজাদা স্কুল সাউথ পয়েন্ট। তারপর একে একে করোনা আবহে দীর্ঘ লকডাউনে প্রতিবাদের পথে নামে- দমদম সেন্ট মেরি এন্ড ডে স্কুল,  একে ঘোষ মেমোরিয়াল, নারায়নপুর সেন্ট জোন্স স্কুল,তারাতলা নেচার পার্কের বিড়লা ভারতী স্কুলের অভিভাবকরা। এবার অনৈতিক ভাবে ফি আদায়ের অভিযোগে অভিভাবকদের অবস্থান বিক্ষোভ রাণীকুঠির জিডি বিড়লা স্কুলের সামনে।

আরও পড়ুন, আইএসসি-আইসিএসই পরীক্ষা দিতে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট, জানাল শহরের নামজাদা স্কুল


জানা গিয়েছে, অনৈতিক ভাবে ফি আদায়ের অভিযোগে অভিভাবকদের  অবস্থান বিক্ষোভ রানীকুঠির জিডি বিড়লা স্কুলের সামনে। সামাজিক দূরত্ব বজায় রেখে লাগাতার অবস্থান চালায় অভিভাবক ফোরাম। লকডাউনের জন্য স্কুল বন্ধ প্রায় তিন মাস, তবুও ল্যাব ফি,  বাস ফি সহ অন্যান্য খাতে অন্যায় ভাবে অভিভাবকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে। স্কুল কতৃপক্ষকে অভিভাবক ফোরামের তরফ থেকে চিঠি দেওয়া হলেও কোনও সদুত্তর মেলেনি। স্থানীয় কাউন্সিলর তপন দাশগুপ্তের হস্তক্ষেপের পরেও উদাসীনতার পরিচয় দিয়েছে স্কুল। স্কুলের তরফ থেকে সহযোগীতা না মেলা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন অভিভাবকদের সংগঠন।

আরও পড়ুন, সুশান্তের রেশ না কাটতেই ফের অঘটন, একই দিনে মানসিক অবসাদে শহরে আত্মঘাতী ৭


চলতি বছরের জানুয়ারীর শুরুতে, সাউথ পয়েন্ট স্কুলে ২৫ শতাংশ ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলের সামনেই অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা। এরপর দেশ তথা রাজ্য়ে করোনা পরিস্থিতি শুরু হয়ে দীর্ঘ লকডাউনে রাজ্যের মানুষ রোজগারহীন হয়ে পড়ে। তখন রাজ্যের শিক্ষা মন্ত্রী প্রাইভেট স্কুল গুলি কাছে অনুরোধ রেখেছিলেন। নিম্নতম ফি নিয়ে করোনা মোকাবিলায় অভিভাবকদের পাশে দাঁড়াবার জন্য। কিন্তু তারপরেও ফি বৃদ্ধি চলার অভিযোগ ওঠে। প্রতিবাদ জানান রাজ্য়ের নামজাদা ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবকরা। এদের মধ্য়ে যেমন  ৫০ শতাংশ ফি কমানোর দাবিতে পথ অবরোধ করেন বাশদ্রোণীর ডি পল্ স্কুলের অভিভাবকরা।  

 

 করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি