সংক্ষিপ্ত
- ১ জুলাই দীর্ঘ তিন মাস পরে কালীঘাট মন্দির খুলল
- মন্দির খুললেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি নেই
- ১০ জনের বেশি একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না
- কোনও রকম ফুল বা ডালা নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ
দীর্ঘ তিন মাস পরে কালীঘাট মন্দির খুলল। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভক্তদের মন্দিরে প্রবেশ প্রবেশ করতে দেওয়া হল। ১০ জনের বেশি একসঙ্গে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং মায়ের গর্ভগৃহে প্রবেশে নিষেধ। আগে ভক্তদের সানিটাইজ করে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন, ফুলবাগানের ফ্ল্যাট থেকে অধ্যাপকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ
রাজ্য সরকারের অনুমোদন থাকলেও চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত বন্ধ ছিল কালীঘাট মন্দির। ১ জুলাই থেকে মন্দির খোলার ফলে রথযাত্রার পরে বিপত্তারিণী পুজো উপলক্ষে মন্দির খোলার কোনও সুযোগ নেই। কালীঘাট মন্দির কমিটি জানিয়েছে, একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না। ভক্তদের প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাউজার। সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে মন্দির চত্বরে বসানো হয়েছে তিনটি স্যানিটাইজেশন টানেল। তার মধ্যে দিয়েই ঢুকতে হবে দর্শনার্থীদের। মন্দিরে প্রবেশের অনুমতি মিললেও আপাতত গর্ভগৃহে যেতে পারবেন না ভক্তরা। পুজো দেওয়ার জন্য কোনও রকম পুজোর সামগ্রী আনা যাবে না। কোনও রকম ফুল বা ডালা নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ। সংক্রমণ রুখতে যাবতীয় বিষয়েই কঠোর নিরাপত্তা।
আরও পড়ুন, বাড়ছে আদ্রতা জনিত অস্বস্তি, দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
অপরদিকে কালীঘাট মন্দির এলাকায় স্যানিটাইজার বিক্রি হচ্ছে। 'মা যেনও কোথাও হারিয়ে গিয়েছিল, মন্দির খুলতেই যেন আবার ফিরে পেলাম। 'কালীঘাট মন্দির খোলার পর ফিরে আসার পথে আমাদের সংবাদ মাধ্যমকে জানালেন এক দর্শনার্থী। পাশাপাশি ১০০ দিনের পর দোকান খুলে যথেষ্টই হতাশ কালীঘাট মন্দির এলাকার বিক্রেতারাও। এক বিক্রেতা জানালেন, 'ঘরে খাবার টাকা নেই। মন্দিরে ডালা,ধূপকাঠি,কোনও রকম পুজোর সামগ্রী নিয়েই প্রবেশ নিষিদ্ধ। এদিকে আমরা এনিয়ে ব্য়বসা করি। কি করব বুঝতে পারছি না। রাজ্য সরকারের নির্দেশ যখন, মেনে নিতে হবে।'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব
করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি