সংক্ষিপ্ত

  • বেসরকারি বাসের জন্য ভর্তুকি ঘোষণা করেছেন মুখ‍্যমন্ত্রী 
  • এদিকে ভাড়া না বাড়ালে  বাস পরিষেবা বন্ধের পক্ষে মালিকরা 
  • সমাধানের জন্য রাজ‍্য সরকারের কাছে দাবি করেছেন তারা 
  •  রাজ্য সরকার তাঁদেরকে বাস পরিষেবা নিয়ে মানবিক হতে বলেছেন 
     

রাজ্যে করোনা আবহে দীর্ঘ লকডাউনে বেসরকারী বাস পরিষেবা নিয়ে জট কাটছে না। বেসরকারি বাস সংগঠনের তরফে এত দিন অবধি জানানো হয়েছে যে, লকডাউনে তাঁদের বাসের ব্যাঙ্ক ঋণ শোধ করতে হয়েছে। বন্ধ বাসের বিকল যন্ত্র ঠিক করতে হয়েছে। তার উপর জ্বালানির দাম বেড়েছে। এদিকে তাঁদের 'যত সিট তত যাত্রী'তে কার্যত ক্ষতির মুখ ছাড়া আর কিছু দেখছেন না। যা আয় হচ্ছে তাঁর থেকে খরচ বেসি হচ্ছে। তাই  রবিবার জয়েন্ট কাউন্সিল বাস সিন্ডিকেট তরফে জানানো হয়েছে, রাজ‍্য সরকার বাসের ভাড়া বৃদ্ধি না করলে আগামীকাল থেকে রাজ‍্য জুড়ে বাস পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন, করোনা আবহে ভার্চুয়াল সমাবেশের পরিকল্পনা, সফল করতে ৩ জুলাই বৈঠক ডাকলেন মমতা
 

বেসরকারি বাসের জন্য ১৫০০ হাজার টাকা করে ভর্তুকি ঘোষণা করেছেন মুখ‍্যমন্ত্রী মততা বন্দোপাধ্যায়। এদিকে, রবিবার জয়েন্ট কাউন্সিল বাস সিন্ডিকেট তরফে জানানো হয়েছে, রাজ‍্য সরকার বাসের ভাড়া বৃদ্ধি না করলে আগামীকাল থেকে রাজ‍্য জুড়ে বাস পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি কারণে বাস মালিকেরা দিশাহারা হয়ে পড়েছেন। অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য রাজ‍্য সরকারের কাছে দাবি করেছেন তারা।
 

আরও পড়ুন, মানসিক অবসাদের জেরে আরও এক মৃত্যু, আত্মঘাতি টালিগঞ্জের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
 
প্রসঙ্গত রাজ্য সরকার তাঁদেরকে বাস পরিষেবা নিয়ে মানবিক হতে বলেছেন। সম্প্রতি  মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং এরপর পশ্চিমবঙ্গ জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারন সম্পাদক তপন বন্দ্য়োপাধ্যায় জানিয়েছিলেন, 'আমাদের দাবির বিষয়ে মুখ্যমন্ত্রী খুবই সহানুভূতিশীল।' তবে মুখ‍্যমন্ত্রী মততা বন্দোপাধ্যায়ের  ভর্তুকি ঘোষণা পরে তিনি অন্য সুরে কথা বলছেন।  তপন বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, ' আমি মানবিক। কিন্তু আমাদের নিরিহ বাস মালিকরা, তাদের পকেটে আর পয়সা নেই। তাঁরা ঠিক মতো খেতে পারছে না। মাসের পর মাস পরিবারের গয়না বন্দক দিয়ে তাঁদের গাড়ি চালাতে হচ্ছে। তাঁরা কী করে মানবিক হবে' প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারন সম্পাদক তপন বন্দ্য়োপাধ্যায়।

 

রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি