সংক্ষিপ্ত

 

  • এদিকে ২১  জুলাই  তৃণমূল কংগ্রেসের বড় সমাবেশ  
  • যা এবার করোনার জেরে ভার্চুয়াল করা হয়েছে 
  • তবে এবার তা সফল করতে বৈঠক ডেকেছেন মমতা  
  • কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন,তা নিয়ে আলোচনা হবে 
     

করোনা সংক্রমণের জেরে যেকোনও জমায়েতেই নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এদিকে ২১  জুলাই  তৃণমূল কংগ্রেসের বড় সমাবেশ। যা এবার করোনার জেরে ভার্চুয়াল করা হয়েছে। তবে এই সমাবেশ ভার্চুয়ালিভাবে সফল করতে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

আরও পড়ুন, সৎ মেয়েকে লাগাতার ধর্ষণ, অভিযুক্তকে বেধড়ক মার বড়তলা থানা এলাকায়


প্রসঙ্গত, ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে ২১ জুলাই রাজ্যের শাসক দলের সবচেয়ে বড় সমাবেশ। ওইদিন লক্ষাধিক মানুষ জড়ো হয় ধর্মতলায়। তাই এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে তা পুরোটাই  ভার্চুয়ালি করা হবে। উল্লেখ্য, ৩১ জুলাই পর্যন্ত এ রাজ্যেও চলবে লকডাউন। এছাড়া যেহেতু ভার্চুয়াল সমাবেশ দলের সমর্থকদের কাছে একেবারে নতুন। তাই ৩ জুলাই এবিষয়ে দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, মানসিক অবসাদের জেরে আরও এক মৃত্যু, আত্মঘাতি টালিগঞ্জের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

অপরদিকে, ৩ জুলাই এর বৈঠকে এই সমাবেশকেই বিধানসভা নির্বাচনের আগে দলের প্রচারে হাতিয়ার বানবেন তৃণমূল নেতারা। ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে প্রত্যেক নেতাই  সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন। তাই কীভাবে এটা সম্ভব হবে তার পরিকল্পনা নিয়েই বৈঠক হবে। 

 

রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি