সংক্ষিপ্ত
- করোনা যোদ্ধার স্বাস্থ্য বিমার মেয়াদ বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
- করোনা যোদ্ধাদের ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা করিয়েছিল সরকার
- সেই সরকরি স্বাস্থ্য বিমার মেয়াদ নভেম্বর পর্যন্ত করার নির্দেশ মমতার
- 'করোনা যোদ্ধারা সরকারের সম্পদ', প্রশংসা করে জানান মমতা
করোনা যোদ্ধাদের জন্য সরকারি স্বাস্থ্য বিমার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীরা কলকাতা তথা রাজ্যকে অবিরাম সুরক্ষা দিয়ে চলেছেন। তাঁদের জন্য সরকারি স্বাস্থ্য বিমার মেয়াদ বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন, স্যানিটাইজার স্প্রে করে ব্যাগ নিয়ে পালাল ক্য়াব চালক, ভয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ অভিনেত্রীর
সরকারি করোনা যোদ্ধাদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা করিয়েছিল সরকার৷ করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এবার সেই বিমার মেয়াদই আরও দুই মাস বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ সামনেই উৎসবের মরশুম। এদিকে এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তাই সেটা মাথায় রেখেই নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠক থেকেই এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে যারা গিয়েছেন চির ঘুমের দেশে অর্থাৎ সরকারি যে কর্মী, আধিকারিকদের মৃত্যু হয়েছে, তাঁরা ঠিকমতো বিমার ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন কিনা, তাও নিশ্চিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন, সেপ্টেম্বরেও রাজ্য়ে তিন দিন পূর্ণ লকডাউন, কোন কোন তারিখ জেনে নিন বিস্তারিত
অপরদিকে, করোনা যোদ্ধাদের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনার বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, তাঁরা সরকারের সম্পদ। বৈঠকে উপস্থিত প্রত্যেককেই মাস্ক পরে থাকা এবং যাবতীয় সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী৷
কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের
ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে