সংক্ষিপ্ত

  • করোনা আক্রান্ত নাইসেড অধিকর্তা শান্তা দত্ত 
  •  দ্রুত আরোগ্য কামনা করে ফুল ও চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী  
  •  একসময় সংঘাত তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী ও নাইসেড কর্তার মধ্যে  
  •  তিক্ততা কাটিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে এই শুভেচ্ছা এসে পৌঁছয় 

 
করোনা আক্রান্ত নাইসেড অধিকর্তা শান্তা দত্তের দ্রুত আরোগ্য কামনা করে ফুল ও চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   উল্লেখ্য, রাজ্যে করোনা টেস্টের সংখ্যা নিয়ে একসময় সংঘাত তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী ও নাইসেড কর্তার মধ্যে। তবে সেই তিক্ততা কাটিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে এই শুভেচ্ছা এসে পৌঁছয়।

আরও পড়ুন, স্বাস্থ্যবিধি মেনেই ১ জুলাই খুলল কালীঘাট মন্দির, ফুল বা ডালা নিয়ে প্রবেশ নিষেধ


প্রসঙ্গত, নাইসেড অধিকর্তা শান্তা দত্তের বেশ কিছুদিন ধরেই করোনা উপসর্গ ছিল।  শনিবার তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট হাতে আসার পর বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে সেখানের প্রায় ৩০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও এ বিষয়ে এখনও স্বাস্থ্যদপ্তরের তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন, ফুলবাগানের ফ্ল্যাট থেকে অধ্যাপকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ

রাজ্যে করোনা টেস্টের সংখ্যা নিয়ে একসময় মতবিরোধ তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী ও নাইসেড কর্তার মধ্যে। শান্তা দত্ত অভিযোগ করেছিলেন রাজ্যের তরফ থেকেই কম নমুনা পাঠানো হচ্ছে নাইসেডে। যার ফলে করোনা মোকাবিলায় রাজ্যের সদিচ্ছার অভাব স্পষ্ট হচ্ছে। সেই শান্তা দত্তের বক্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা। তবে সেই পূর্ব তিক্ততা ভুলেই শান্তা দত্তের আরোগ্য কামনা করে ফুল ও চিঠি পাঠালেন রাজ্যের মুখ্য়মন্ত্রী।

 

 

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি