সংক্ষিপ্ত
- শনিবার লকডাউনে আরও কড়া কলকাতা পুলিশ
- রাস্তার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশকর্মী
- মোট ২৮টি জায়গায় গার্ডরেল বসিয়ে চলছে নাকা-তল্লাশি
- ট্র্যাফিক গার্ডের সঙ্গে রয়েছেন স্থানীয় থানার অফিসারেরাও
শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন। সকাল থেকেই শহরের রাস্তার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোট ২৮টি জায়গায় গার্ডরেল বসিয়ে চলছে নাকা-তল্লাশি। ট্র্যাফিক গার্ডের সঙ্গে রয়েছেন স্থানীয় থানার অফিসারেরাও। লকডাউন সফল করতে আরও কড়া কলকাতা পুলিশ।
আরও পড়ুন, 'দেখলাম শিশুরা বিমানের আসনের নীচে আটকে-তুলতে গিয়ে রক্তে ভিজল হাত', গলা বুজে আসল যাত্রীর
শনিবার সকাল ৬টা থেকেই শহরের বিভিন্ন রাস্তার মোড়ে অতিরিক্ত পুলিশকর্মী এবং অফিসারদের মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে কোনও গাড়ি যাতে ঢুকতে না-পারে, তার জন্য শহরের প্রবেশপথগুলিতে নাকা তল্লাশি চলছে। মোট ২৮টি জায়গায় রাস্তার মাঝে গার্ডরেল দিয়ে ওই তল্লাশি করা হবে। ট্র্যাফিক গার্ডের সঙ্গে রয়েছেন স্থানীয় থানার অফিসারেরাও। লালবাজার সূত্রের খবর, সকালের দিকে দুধের দোকান ,পাড়ার ছোট দোকানগুলি না খোলার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার থানাগুলিকে। একই সঙ্গে এলাকার বাজারগুলিতে পুলিশকর্মী মোতায়েন করার পাশাপাশি সেখানে সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। তবে জরুরি প্রয়োজনে বা অসুস্থ কাউকে নিয়ে রাস্তায় বেরোলে মানবিক আচরণ করে পুলিশকর্মীরা সেবিষয়েও রাজ্যের তরফে নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ফের পারদ চড়ল কলকাতায়, ভ্য়াপসা গরমে হাঁসফাঁস অবস্থা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রসঙ্গত চলতি মাসের প্রথম লকডাউন ছিল গত পাঁচ তারিখ। আনলক পর্বে কোভিড সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সাপ্তাহিক এই লকডাউন পদ্ধতি কার্যকর করতে তৎপর হয়েছে পুলিশ। আগের লকডাউনের দিনগুলিতে কড়া হাতেই নিয়ন্ত্রণ কার্যকর করতে দেখা গিয়েছিল পুলিশকে। অবশ্য পরের সপ্তাহে আর কোনও লকডাউন হচ্ছে না। উল্লেখ্য, চলতি মাসের ২০, ২১, ২৭, ২৮ এবং ৩১ তারিখে লকডাউন হবে রাজ্য জুড়ে।
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের