সংক্ষিপ্ত

  • করোনা আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন 
  •  রবিবার কলকাতার বিভিন্ন স্থানে তাঁর আরোগ্য় কামনায় আয়োজন
  • সাতসকালেই শ্যামবাজারের শিবমন্দিরে করা হল পুজো ও যজ্ঞ 
  • পুজো ও যজ্ঞে সামিল বেহালা চৌরাস্তায় অল সেলিব্রিটি ফ্রেন্ডস ক্লাবও 

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই  বিগবি সহ তার পরিবারের আরোগ্য় কামনায় পার্থনা বসেছে সকল অনুরাগী-ভক্তরা।  বাংলাতেও তাঁর অগুনতি ভক্ত। আর এবার রবিবার সকালে  কলকাতার বিভিন্ন জায়গায় তার সুস্থতার জন্য পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে।

 

 

আরও পড়ুন, ফের চূড়ান্ত অমানবিকতা দেখল কলকাতা, বেকবাগানের বাড়িতে ১৪ ঘণ্টা পড়ে করোনা আক্রান্তের দেহ
 
রবিবার সকালে শ্যামবাজার মেট্রো পাশে একটি শিবমন্দিরে অমিতাভ বচ্চনের সুস্থ কামনার জন্য যোগ্য পুজো করা হয়েছে। পাশাপাশি, বেহালা চৌরাস্তায় অল সেলিব্রিটি ফ্রেন্ডস ক্লাব থেকে যোগ্য এবং পুজো করা হয়েছে বলিউডের এই বর্ষীয়াণ অভিনেতার আরোগ্য় কামনায়। প্রসঙ্গত, শনিবার বিকেলে শারীরিক অসুস্থতার দরুণ নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় বিগবি-কে। সেখানেই পরীক্ষা হতেই ফলাফলে করোনা পজিটিভ ধরা পড়ে তাঁর। পরিবারের বাকি সদস্য এবং পরিচারক-পরিচারিকাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছে তারা। এরপর অভিষেক বচ্চনের রিপোর্ট পজিটিভ আসে। বিগ বি ট্যুইটে লিখেছেন,  'গত দশ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের অনুরোধ করছি নিজেদের পরীক্ষা করিয়ে নিন।'

আরও পড়ুন, দিনে ১ লক্ষ করোনা পরীক্ষা করতে কলকাতায় আসছে 'কোবাস ৬৮০০', উদ্য়োগে রাজ্য সরকার

অপরদিকে, তাঁর আরোগ্য কামনা করে ইতিমধ্য়েই টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। টলিউড থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন জিৎ, বিক্রম চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী। আর বলিউডেও তাঁর অসংখ্য় সহকর্মী থেকে শুরু করে অসংখ্য় অনুরাগী টুইট করে আরোগ্য় কামনা জানিয়েছেন। উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে একবার মুম্বাই এ রাতের এক পার্টিতে কচুরি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বিগ বি। ভর্তি হয়েছিলেন হাসপাতলে। সেবারও তাঁর আরোগ্য় কামনায় সাড়া দিয়েছিল সারা দেশ। সেবারও আরোগ্য় কামনায় পুজো ও   যজ্ঞের আয়োজন করা হয়েছিল কলকাতায়। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে  বিগ বি বলেছিলেন,' অসুস্থ হলেই বুঝতে পারি আমায় কী পরিমাণ ভালবাসে এই দেশটা।'
 

 

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের