সংক্ষিপ্ত
- উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস
- ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা
- শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে
- কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করল এবার হাওয়া অফিস। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। আসাম মেঘালয়েও অতি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে।
আরও পড়ুন, করোনা দেহ সৎকারে নয়া উদ্য়োগ, হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল কলকাতা পুরসভা
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৩ শতাংশ। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৫ শতাংশ।
আরও পড়ুন, লকডাউনে গড়ের মাঠ কলকাতা বিমানবন্দর, বসে শুধু একজন যাত্রী, দেখুন সেই ছবি
সক্রিয় মৌসুমী অক্ষরেখা। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গে। আপাতত ভারী বৃষ্টি চলবে। আসাম মেঘালয়েও অতি বৃষ্টির পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা দক্ষিণের দিকে সরলে শনিবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের আট জেলাতেই বুধবার বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে। শুক্রবারেও দার্জিলিং শহর উপরের দিকের ৫ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলি তে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে।
আরও দেখুন, দূষিত দেশের তালিকায় বিশ্বে ২ নম্বরে ভারত, কলকাতাবাসীর গড় আয়ু কমছে ৮ বছর
উল্লেখ্য, ইতিমধ্যেই,সোমবার রাতভোর অতি ভারী বৃষ্টিতে মালব্লকের বাগরাকোট এমইএসের কাছে ৩১ নং জাতীয় সড়কে ধসে যাওয়া জুরন্তি খোলার সেতুর মধ্যে পিক আপ ভ্যান পড়ে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সেতু ধসে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্সের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। সব মিলিয়ে শিলিগুড়ির সঙ্গে মাল মেটেলি নাগরাকাটা ও বানারহাটের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এদিকে রেলের চেল সেতুরও একাংশ ভেঙ্গে গিয়ে সেতু ঝুলছে। রেল যোগাযোগও বন্ধ।অন্যদিকে মাল ব্লকেরই ওয়াশাবাড়ির কাছে লীস নদীর জলের তোড়ে ডুয়ার্স থেকে এনজেপি এবং আসামগামী রেলসেতু (৭৯ নম্বির) র কিছু অংশ এবং রেললাইনের কিছু অংশের মাটি, কংক্রীট বাঁধাই জলের তোড়ে ধস নেমে ধুয়ে গেছে। রেল লাইন ঝুলছে।
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের