দম মারো দম। সিগারেট টেনে যে কি সুখ, তা একমাত্র বলতে ও বোঝাতে পারবেন ধূমপায়ীরাই। হাজার বারণ, হাজার প্রচার, হাজার অপকারিতা সত্ত্বেও পিপীলিকার পাখা ওড়া মরিবার তরে। না আজ সিগারেট কেন খাবেন না, খেলে কি কি হবে, সে সব বিষয়ে জ্ঞান দেব না। কারণ যাঁরা সিগারেট খান না, তাঁরা জানেন কেন খাচ্ছেন না। আর যাঁরা খান, তাঁদের এইসব বিষয়ে কিছু যায় আসে না। তাই আজ নো জ্ঞান। তবে সিগারেটের ব্যাপারে একটা তথ্য আপনাকে দিতে পারি। আচ্ছা বলুন তো, দিবারাত্র যে সিগারেট টানছেন তার বাংলা কি, মানে সোজা ভাষায় বাংলায় সিগারেটকে কি বলে।