কালী পুজো পালিত হবে ২৪ অক্টোবর। সন্ধ্যা ৪.৫৭ মিনিটে পড়ছে অমাবস্যা। অমাবস্যা ছাড়বে ২৫ অক্টোবর দুপুর ৪.২৬ মিনিট পর্যন্ত। কালীপুজোর সাজগোজ নিয়ে সকলেই বেশ চিন্তিত থাকে। এবছর দীপাবলির সাজে তাক লাগিয়ে দিন সকলকে, মেনে চলুন এই কয়টি ফ্যাশন টিপস। বাঙালির কাছে দীপাবলি খুবই গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনের সাজে নজর কাড়ুন সকলকে।