থরে থরে সাজানো রঙিন (Color) আবির। হাতে পিচকারি নিয়ে আনন্দে ব্যস্ত বাচ্চারা। শুরু হয়ে গিয়েছে দোল উৎসব। চারিদিকে আনন্দের রব। বাজছে ‘রঙ বরসে ভিগে চুনরওয়ালি, রঙ বরসে’। সকলেই মনের মানুষকে রঙ লাগাতে ব্যস্ত। সারা বছর ধরে এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন অনেকে। তবে, এই রঙের প্রভাবে ত্বক ও চুলের দেখা দেয় নানা রকম সমস্যা। সাধারণত, রঙ (Colour) তৈরিতে নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। যার প্রভাব পড়ে ত্বক (Skin) ও চুলে (Colour)। তেমনই এই দিন অনেকেই কয়টি ভুল করে থাকেন। যার জন্য পুরো আনন্দটাই মাটি হয়ে যায়। তাই রঙ খেলার আগে মাথায় রাখুন এই ১০টি জিনিস।