মা-বাবা দুজনেই চাকরি (Working) করে। বাড়িতে দাদু, দিদা আর কাজের মাসির সঙ্গে তার দিন কাছে। মা-বাবাকে পাওয়া বলতে সপ্তাহে (Week) দুদিন। মা-বাবা থাকে না বলে, একা একাই বড় হচ্ছে সে। ছোট বয়সে তেমন কোনও সমস্যা না থাকলেও, আজকাল নানা রকম পরিবর্তন দেখা যাচ্ছে বাচ্চার স্বভাবে (Attitude)। একাকীত্ব, নির্জনতাতেই আজকাল স্বচ্ছন্দ্যবোধ করছে সন্তান, জেনে নিন কীভাবে বদল করবেন বাচ্চার এমন স্বভাব।