চুলের যত্ন নিতে চলে হাজারও প্রচেষ্টা। শ্যাম্পু (Shampoo), কনডিশনার (Conditioner) ব্যবহার তো আছেই। এর সঙ্গে হেয়ার মাস্ক (Mask), স্পা (Spa) কিংবা হেয়ার ট্রিটমেন করে থাকি অনেকে। তা সত্ত্বেও নানা রকম সমস্যা দেখা দেয়। চুল পড়া, ডগা ফাটা, অকাল পক্কতা তো আছেই। অনেকে চুলের অতিরিক্ত তেল তেলে ভাব দেখা দেয়। গরমে এই সমস্যা বেশি হয়।