প্লাস্টিক শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু সব জেনেও আমরা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পারছি না। প্লাস্টিক তো ব্যবহার কমছেই না, উল্টে একটানা ধরে আমরা সেই প্লাস্টিক ব্যবহার করে আসছি। প্লাস্টিকের জিনিসের মধ্যে সবার আগে উঠে আসে বোতলের নাম। একটানা দীর্ঘদিন ধরে এই বোতল আমরা ব্যবহার করে থাকি। এখন এই বোতলের পাশাপাশি প্লাস্টিকের কন্টেনারেরও ব্যবহার চলে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে একটানা প্লাস্টিকের জিনি, ব্যবহার করে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি। প্লাস্টিকের বোতলের নিচেই ত্রিভুজাকৃতি একটি চিহ্নের মধ্যে একটি নম্বর লেখা থাকে। এই নম্বরেই বোঝা যায় যে বোতলটি বা পাত্রটি কতটা ব্যবহার যোগ্য। তাহলে জেনে নেওয়া যাক কোন নম্বরের কতদিনের ব্যবহার যোগ্যতা রয়েছে।