সূর্যনমস্কার বাদ দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস ভাবাই যায় না। এই আসন করা বেশ সহজ হলেও পিঠের শক্তি-বৃদ্ধি থেকে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি - এরকম অজস্র উপকার পাওযা যায় এই আসনে। আন্তর্জাতিক যোগ দিবসে একনজরে জেনে নিন সূর্যনমস্কারের গুণাবলী।