বাস্তু (Vastu) বলতে, সকলে বুঝি সঠিক দিশায় রান্নাঘর (Kitchen), বাথরুম (Bathroom) কিংবা শোওয়ার ঘরকে (Bedroom)। আবার অনেকের মতে, সঠিক দিশায় ঠাকুর ঘর। কিন্তু, বাস্তবটা একেবারেই তা নয়। একটা সূচ থেকে দেওয়ালচিত্র সবই পড়ে বাস্তুর (Vastu) মধ্যে। তাই নজর রাখতে হবে সব দিকে। এমনকী, আমাদের ছোট ছোট ভুলেও বাস্তুদোষ হতে পারে।