কোভিড বর্ষেও ঘটেছে কিছু উদ্ভট ঘটনা। যা দেখলে বা শুনলে হাসি পাবে এবং মুহূর্তগুলি ফিরে ফিরে আসবে। আপনি বাসে-ট্রেনে যাতায়াতের সময় আচমকায় হেসে উঠতে পারেন। তারপর যেন বেয়াকুপ হবেন না। তাই ছবিগুলি দেখার আগে জোরে জোরে নিশ্বাস নিন। ২০২০ সালে এমন কিছু প্রভাবশালী উদ্ভট ঘটনা ঘটেছে, সত্যিই যা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প 'কুম্ভীর-বিভ্রাট'কেও হার মানাবে বোধয়। তবে সেই ঘটনাগুলিতে কিছু বিকৃত আর কিছু বুদ্ধিমত্তার জন্য সেগুলি বিতর্কে শিরোনামে রয়েছে।