শীতে ত্বকের সমস্যা দূর করতে কোনও দামি পণ্য নয়, ব্যবহার করুন সর্ষে তেল, এই কয়টি প্যাক বানাতে পারেনরুক্ষ্ম ত্বকের সমস্যা দূর করতে সর্ষের তেলের নানা ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। সর্ষের তেলের সাথে চন্দন গুঁড়ো, গোলাপ জল, বেসন, হলুদ, অ্যালোভেরা জেল এবং মধু মিশিয়ে তৈরি করুন ঘরোয়া ফেসপ্যাক।