বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে টেস্ট ওপেনার হিসাবে অভিষেক হতে চলেছে রোহিত শর্মার। টেস্ট ম্যাচে এর আগে ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচে ওপেন করতে দেখা যায়নি ভারতীয় একদিনের দলের ওপেনারকে। তবে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ওপেনার হিসাবে নয়া ইনিংস শুরু করবেন রোহিত। এমনটাই ম্যাচের আগের দিন ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও। এবার ওপেনার হিসাবে কতটা ছাপ ফেলতে পারেন রোহিত সেটাই এখন দেখার। তবে রোহিতের দিকে তাঁকিয়ে থাকলেও অতীতে মিডল অর্ডার থেকে উঠে এসে ওপেনার হিসাবে চমক টেস্ট ক্রিকেটে চমক দিয়েছেন একাধিক ক্রিকেটার। বীরেন্দ্র শেহওয়াগের পাশাপাশি এই তালিকায় রয়েছেন ভারতের বর্তমাব কোচ রবি শাস্ত্রী সহ অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচ ও শ্রীলঙ্কার জয়সূর্যের মতন ক্রিকেটাররা। এমন ভাবেই মিডল অর্ডার থেকে উঠে এসে ওপেনার হিসাবে চমক দিয়েছেন একাধিক ব্যাটসম্যান। সেই ব্যাটসম্যানদের এক ঝলক।