বিশ্বকাপ ২০১৯-এর অষ্টম ম্য়াচ। অবশেষে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। সামনে দক্ষিণ আফ্রিকা। এখনও অবধি চলতি বিশ্বকাপে দুটি ম্যাচেই পরাজিত হয়েছে প্রোটিয়ারা। তার উপর ভারত ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন ডেল স্টেইন। চোটের জন্য সম্ভবত খেলবেন না লুঙ্গি এনগিদিও। তবে বিশ্বকাপের অতীত রেকর্ড থেকে অনুপ্রেরণা পারে তারা। বিশ্বকাপে চারবার সাক্ষাতে তিনবারই ভারতকে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় শিবিরেও কেদার যাদবের চোট রয়েছে। তবে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে তাঁকে ১০০ শতাংশ সুস্থ বলেই দাবি করেছেন বিরাট কোহলি। আপাত দুর্বল প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কি সহজেই জয় পাবে বিরাট বাহিনী? না কি দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর মরণ কামড় বসাবেন ডু প্লেসিস-রা? জানতে চোখ রাখুন এইখানে।