সেমিফাইনালে ভারতের হারের পর রবীন্দ্র জাদেজা খুবই ভেঙে পড়েছিলেন, নিজের আউট হওয়া নিয়ে বারবার আফশোষ করছিলেন। এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী রিভাবা। তবে জাদেজা চাপের মুখে ভাল খেলায় বাক নন তিনি।
ভারতের ঐতিহাসিক ন্য়াটওয়েস্ট ট্রফি জয়ের ১৭ বছর পূর্ণ হল। ৩২৬ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। ম্য়াচের নায়ক ছিলেন অপরাজিত ৮৭ রান করা মহম্মদ কাইফ। ম্যায়চের সময় তাঁর বাবা-মা সিনেমা দেখতে গিয়েছিলেন।
ভারত বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু দারুণ বল করেছেন জসপ্রিত বুমরা। স্বাভাবিকভাবেই তাঁর মন খারাপ। শনিবার অবশ্য এক বৃদ্ধা তাঁর মন ভাল করে দিলেন।
বিশ্বকাপ ২০১৯-এর ফাইনালে টসে জিতল নিউজিল্য়ান্ড। ইংল্যান্ডের বিরুদ্দে আগে ব্য়াট করে নেওয়ার সিদ্ধান্ত নিল। লর্ডস-এর পিচ একেবারে সবুজ। দুই দলই সেমিফাইনালের দল ধরে রেখেছে।